গত ৮ই নভেম্বর রাতে কলকাতা থেকে যাত্রী সেজে তিন দুষ্কৃতি একটি গাড়ি ভাড়া করে বর্ধমানের উদ্দ্যেশে রওনা হয়। ভাতাড় থানা এলাকায় ওরগ্রামের আমবোনা মোড়ে গাড়ির চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে পালায় তিন দুষ্কৃতি। তদন্তে নেমে ভাতাড় থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভির সাহায্যে ভাতাড় থানার পুলিশ গাড়িটি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করে। বাকি দুষ্কৃতিদের চিহ্নিত করা গেছে। সহযোগী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।