Welcome to the official website of Purba Bardhaman District Police, West Bengal, India        Emergency Call - 100       Child Help Line - 1098       Women Help Line - +91 97752 74388       Medical Help Line No. - +91 97330 73738       Purba Burdwan Police Control Room- +91 9147888570       Burdwan PS- +919564813874       Ketugram PS-7872296665       Aushgram PS-03452-254213       Purbasthali PS- +918509920662       Women PS Burdwan-0342-2569372       Memari PS-0342-2250232       Madhabdihi PS-03451-251230       Shaktigarh PS- +91 7063597836       Katwa PS-03453-255023       Raina PS-8967372678       Galsi PS-0342-2450238       Bhatar PS-0342-2322223       Jamalpur PS-03451-288225       Monteswar PS-0342-2750523       Nadanghat PS- +918016256018       Kalna PS-03454-255040       Khandaghosh PS-03451-262260       Mongalkote PS-03453-266228       Dewandighi PS- +919647940803       Complainant Officer of Transgender Persons (Shri Atanu Ghosal, Dy.S.P HQ) - +91 9147888536

Good Work Done

দিনে হকারি, রাতে বাটপাড়ি! ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতিদল, উদ্ধার ২৬ লক্ষ টাকার গয়না

Date - 30/03/2024

অপরাধের পদ্ধতি বা 'modus operandi’ বেশ অভিনব। দিনে হকারি, রাতে বাটপাড়ি! সারাদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় সাইকেলে ঘুরে ঘুরে হকারি, কখনও কুলফি বিক্রেতা হিসাবে, কখনও পুরনো কাপড়ের ক্রেতা, অথবা পাপোশ-বিক্রেতার ছদ্মবেশে। উদ্দেশ্য, বিভিন্ন গয়নার দোকান দিনের বেলা ভাল করে 'রেইকি' বা জরিপ করে নেওয়া, এবং গভীর রাতে গ্যাসকাটার দিয়ে শাটার ভেঙে দোকানের সোনা-রূপো সাফ করে দেওয়া। এভাবেই রাতের অন্ধকারে লুঠপাটের একাধিক ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছিল পূর্ব বর্ধমানের কাটোয়া, ভাতার এবং আউশগ্রামে। এবং মুর্শিদাবাদের ভরতপুরেও। খোঁজ চলছিল দুষ্কৃতিদের, চলছিল টহলদারি এবং গোপন সূত্রে খবর সংগ্রহের কাজ। অবশেষে পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে ধরা পড়েছে ৫ জনের দুষ্কৃতিদল। যারা স্থানীয় আদৌ নয়, প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাদায়ুন বা আউরাইয়া জেলার বাসিন্দা। আন্তঃরাজ্য এই গ্যাং পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে বাড়ি ভাড়া করে থাকত, নিজেদের পরিচয় দিত ব্যবসায়ী হিসাবে। কারোর যাতে সন্দেহ না হয়, সকাল সকাল তাই কখনও কুলফি, কখনও পুরনো পোশাকআশাক নিয়ে বেরিয়ে পড়ত বাড়ি থেকে। তারপর যা হত, লিখেছি শুরুতেই। ধৃত ৫ জনের থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, প্রায় ২৬ লক্ষ অর্থমূল্যের চোরাই সোনা-রূপো, ১ লক্ষ ৬৬ হাজার টাকা নগদ, ৫ টি সাইকেল, এবং গ্যাসকাটার-লোহার রড-ভারি হাতুড়ি সহ দোকানের শাটার ভাঙ্গার নানান সামগ্রী। ৫ দুষ্কৃতিই আপাতত পুলিশ হেফাজতে। তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট জমা দেব আমরা, সুনিশ্চিত করব শাস্তি। ছবি রইল দুষ্কৃতিদলের। উদ্ধার হওয়া সামগ্রীরও। অভিনন্দন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

Read More
২৪ ঘণ্টার মধ্যে বামাল সমেত ধৃত অপরাধী

Date - 30/03/2024

গত ২৮শে মার্চ জামালপুর থানার অন্তর্গত রেসালাতপুর এর বাসিন্দা জনৈক্য সোমনাথ মান্ডি তার বাইকে করে সুকপুর এর মেলা দেখতে এসেছিলেন। মেলা দেখে বাড়ি ফিরে যাওয়ার সময় চক্ষু চরকগাছ, কারণ বাইকটি তিনি যেখানে রেখেছিলেন সেখানে আর ছিলনা। যথারীতি তিনি বিষয়টি জামালপুর থানায় জানান এবং সোমনাথ বাবুর অভিযোগের ভিত্তিতে জামালপুর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। তদন্তে নেমে জামালপুর থানা চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সাথে যুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করে। উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে আরেকটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া মেনে চুরি যাওয়া মোটরসাইকেল দুটি তার আসল মালিকের হাতে তুলে দেওয়া হবে

Read More
ছিনতাই করে নেই রেহাই,পুলিশের হাতে ১২ বছরের পুরানো গ্যাং

Date - 01/04/2024

কাটোয়ায় দোলযাত্রা উৎসবের সময় কাটোয়া গৌরাঙ্গ মন্দির এবং জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দিরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহিলাদের একটি দল ভিড়ের মধ্যে প্রবেশ করে বিশেষ করে বৃদ্ধ মহিলাদের কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে । ঘটনাটি পুলিশে রিপোর্ট হওয়া মাত্রই কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে পড়ে। পুলিশ সোর্স ও টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে দলটিকে চিহ্নিত করা হয়। তারা গতরাতে একটি নতুন স্করপিওএন গাড়িতে চড়ে কাটোয়া থেকে হুগলির দিকে রওনা হয়। তৎক্ষণাৎ কাটোয়া পুলিশ বিশেষ অভিযানে নেমে পড়ে এবং উক্ত দুষ্কৃতী দলটিকে পোলবা এলাকা থেকে আটক করে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিলভার রঙের স্করপিও গাড়ি সহ ছিনতাই করা চেইন সমেত প্রায় ২০০ গ্রাম স্বর্ণের অলঙ্কার এবং নগদ ৮৯,০০০/- টাকা বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পুলিশী জেরায় আসামিরা স্বীকার করে যে তারা গত বারো বছর ধরে এই ধরনের অপরাধ করে চলেছে এবং এর আগে কখনোই ধরা পড়েনি।

Read More
ভাতাড় থানার তৎপরতায় ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার ; গ্রেপ্তার ১

Date - 26/11/2020

গত ৮ই নভেম্বর রাতে কলকাতা থেকে যাত্রী সেজে তিন দুষ্কৃতি একটি গাড়ি ভাড়া করে বর্ধমানের উদ্দ্যেশে রওনা হয়। ভাতাড় থানা এলাকায় ওরগ্রামের আমবোনা মোড়ে গাড়ির চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে পালায় তিন দুষ্কৃতি। তদন্তে নেমে ভাতাড় থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভির সাহায্যে ভাতাড় থানার পুলিশ গাড়িটি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করে। বাকি দুষ্কৃতিদের চিহ্নিত করা গেছে। সহযোগী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read More